Welcome to, Dhaka Pain Physiotherapy & Rehabilitation Center (DPRC) Ltd.

Opening Hours : Always Open
  Hotline : 09 666 77 44 11

All Posts Tagged: causes of a brain abscess

লটকনের পুষ্টি ও ঔষধি গুণ

লটকনের পুষ্টি ও ঔষধি গুণ

ছোট হলেও অবহেলা করার মতো নয়। লটকন একটি পুষ্টিকর ফল। “লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। দিনে ২-৩ টি লটকন খেলে শরীরের ভিটামিন সি’র চাহিদা পূরণ হয়। এতে ভিটামিন ও খাদ্যশক্তিসহ নানারকম খনিজ উপাদান রয়েছে। রয়েছে নানা রকম পুষ্টি উপাদান যা শরীরকে সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নানান ফলের ভিড়ে লটকনের গুণের কথা অনেকেই জানে না। এটি একটি পুষ্টিকর ফল। দেশি ফল হিসেবে দেখতে ছোট হলেও এর রয়েছে পুষ্টিগুণ সহ অনেক ঔষধিগুণ। ফল হিসেবেই ব্যাপকভাবে ব্যবহার হয়। অম্লমধুর ফল লটকন। মাঝারি আকারের চির সবুজ বৃক্ষ। ফল গোলাকার ক্যাপসুল পাকলে হলুদ বর্ণের হয়। ফলের খোসা ছড়ালে ৩/৪ টি বীজ পাওয়া যায়। লটকনের পুষ্টি ও ঔষধি গুণ নিচে দেওয়া হলো-

লটকনের পুষ্টি ও ঔষধি গুণ:

  • হাড় গঠনে সহায়তা করে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • গরমে তৃষ্ণা মিটায়।
  • খনিজ উপাদানে ভরপুর।
  • কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়।
  • ‘গনোরিয়া’ রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে লটকনের বীজ।
  • ডায়রিয়া দূর করতে লটকন গাছের পাতার গুঁড়া বেশ কাজে দেয়।
  • লটকনের পাতা ও শিকড় খেলে পেটের নানা অসুখ ও জ্বর ভালো হয়ে যায়।
  • ঠাণ্ডা-কাশি সারাতে বেশ কার্যকর।
  • দাঁতের নানা ধরনের সমস্যার সমস্যার সমাধান করে থাকে লটকন।
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ উপকারি।
  • শরীরের রক্তশূন্যতা পূরণ করে।
  • লটকনে থাকা ফাইবার হজমক্ষমতা বাড়াতে সাহায্য করে।
  • ভিটামিন সি ত্বক, দাঁত ও হাড় সুস্থ রাখে।
  • চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে।
  • লটকন গা গোলানো ও বমি বমিভাব দূর করতে পারে।
  • মানসিক চাপ কমে।
  • মুখের স্বাদ বৃদ্ধি পায় এবং খাবারের রুচি বাড়ে।

লটকনের পুষ্টিমান:

প্রতি ১০০ গ্রাম লটকনে ৯ গ্রাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্রোমিয়াম থাকে। প্রতি ১০০ গ্রাম লটকনে ৫.৩৪ মি.গ্রা আয়রন থাকে। প্রতি ১০ গ্রাম লটকনে ১০.০৪ মি.গ্রা ভিটামিন বি ওয়ান ও প্রতি ১০০ গ্রামে ০.২০ মি.গ্রা ভিটামিন বি টু পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম লটকনে ৯২ কিলোক্যালরি খাদ্যশক্তি পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম লটকনে ১.৪২ গ্রাম প্রোটিন ও ০.৪৫ গ্রাম ফ্যাট থাকে।

আরএম/ ৬ জুন, ২০২১

Read More

About Brain abscess

A brain abscess is a pus-filled swelling in the brain. It usually occurs when bacteria or fungi enter the brain tissue after an infection or severe head injury.although the risk of developing a brain abscess is extremely low in England, it is a life-threatening condition and should be diagnosed and treated as soon as possible.

Symptoms of a brain abscess

The symptoms of a brain abscess may develop quickly or slowly but can include:-
1. Headache – which is often severe, located in a single section of the head and can’t be relieved with painkillers
2. Changes in mental state – such as confusion or irritability
3. Problems with nerve function – such as muscle weakness, slurred speech or paralysis on one side of the body
4. A high temperature (fever) of 38c (100.4f) or above
5. Seizures (fits)
6. Nausea and vomiting
7. Stiff neck
8. Changes in vision – such as blurring, greying of vision or double vision (due to the abscess putting pressure on the optic nerve)

causes of a brain abscess

There are three main ways a brain abscess can develop. These are:-
1. An infection in another part of the skull – such as an ear infection, sinusitis or dental abscess, which can spread directly into the brain
2. An infection in another part of the body – for example, the infection that causes pneumonia spreading into the brain via the blood
3. Trauma, such as a severe head injury – that cracks open the skull, allowing bacteria or fungi to enter the brain
however, in some cases, the source of the infection remains unknown.

diagnosing a brain abscess

If a brain abscess is suspected, an initial assessment will be made based on your symptoms, medical history and whether you’ve had a recent infection or a weakened immune system.
1. Blood tests can also be carried out to check for an infection.
If you’re referred to hospital for further tests, you may have either:
2. A computerised tomography (ct) scan – a series of x-rays are used to produce a detailed image of the inside of your body
3. A magnetic resonance imaging (mri) scan – which uses strong magnetic fields and radio waves to produce a detailed image of the inside of your body.
If an abscess is found, a procedure known as ct-guided aspiration may be used to remove a sample of pus for testing. This involves using a ct scan to guide a needle to the site of the abscess.

treating a brain abscess

A brain abscess is regarded as a medical emergency. Swelling caused by the abscess can disrupt the blood and oxygen supply to the brain. There’s also a risk of the abscess bursting (rupturing).if left untreated, a brain abscess can cause permanent brain damage and could be fatal.

A brain abscess is usually treated using a combination of:
1. Medication – either antibiotics or antifungals
2. Surgery – either draining the pus through a hole in the skull (simple aspiration) or opening the skull and removing the abscess entirely (craniotomy)
treatment with antibiotics often begins before a diagnosis is confirmed, to reduce the risk of complications

 

By (Dr. MD Rahmatullah Shuvo)

 

Read More